Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। অল্প দিনের ক্যারিয়ারে বেশ আলোড়ন তুলেছেন তিনি। রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’- এই তিনটি ছবির কাজ শেষ না হতেই নতুন আরও দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সুবাহ। সে দুটি হল- মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’ ও জয় সরকারের ‘মতি বানু’।এছাড়া মুক্তির অপেক্ষায় আছে সুবাহ অভিনীত ও দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ সিনেমাটি। চলতি মাসেই ‘মন বসেছে পড়ার টেবিলে’ ছবির শুটিং শুরু হবে। আর ‘মতি বানু’র শুটিং শুরু হবে জানুয়ারিতে।

নতুন ছবি প্রসঙ্গে সুবাহ বলেন, ‘আমি সৌভাগ্যবান কারণ শুরুতেই এতোগুলো ছবি পাবো কল্পনাও করতে পারিনি। এরইমধ্যে তিনটি ছবির কাজ শেষ হয়েছে। করোনা না থাকলে হয়তো এর সংখ্যা আরও বাড়তো। ছবি দুটির গল্প চমৎকার। চরিত্র পছন্দ হয়েছে বলেই কাজ দুটি করছি। আশা করি ভালো কিছু দর্শককে উপহার দিতে পারবো।’সুবাহ চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও নাটকেও কাজ করছেন। শিগগিরই তিনি জাহিদ হাসানের বিপরীতে ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকের শুটিং করবেন।

সুবাহ বলেন, ‘শুরু থেকেই নাটকে কাজ করার প্রস্তাব পাচ্ছি কিন্তু কখনো আগ্রহ তৈরি হয়নি। কিন্তু এ নাটকের প্রস্তাবে না করতে পারিনি। কারণ জাহিদ হাসান ভাই আমার প্রিয় শিল্পী। ছোটবেলা থেকে তার নাটক দেখি। তাই প্রস্তাব পেতেই কিছু না ভেবেই কাজটি করতে রাজি হই। চলতি মাসেই নাটকটির শুটিং শুরু হবে। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমার পাশাপাশি নাটকে অভিনয় করব।’

তিনি আরও জানা, বিজ্ঞাপন, বিগ বাজেটের মিউজিক ভিডিও, ওয়েব সিরিজেও কাজের আগ্রহ আছে। ভালো কাজ হলে সব মাধ্যমে কাজ করতে চাই। যেখানেই অভিনয়ের সুযোগ থাকবে সেখানেই দেখা যাবে। তবে সিনেমা মূল জায়গা তারপর অন্য মাধ্যম। চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চাই।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭  ডিসেম্বর ২০২০/এমএম

 


Array