Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

দখিন বাতাস হেলেদুলে হলদে পাকা ধান,
ধানের ঘ্রাণে মুগ্ধ করে বাদ নেই কোনোখান।

দৃষ্টি কাড়ে হলদে পাকা নানান ধানে গ্রাম,
কাটামাড়ি সারা গ্রামেই চলে অবিরাম।

মুখের হাসি বুকের শক্তি চাষির কণ্ঠে গান,
হেমন্তের ওই ঋতু যেন জুড়ায় সবার প্রাণ।

নতুন ধানে গোলা ভরে চাষির চিন্তা দূর,
ঘরে ঘরে পিঠাপুলির আয়োজনের সুর।

আকাশ নীলে চাঁদের হাসি মাঠে হাসে ধান,
চাষির মনে দূর হয়েছে নেই তো অভিমান।

ধান কাটা ওই হলে শুরু হালকা শীতে দেশ
হেমন্তে খুব চমক দেখায় এমনি পরিবেশ।

মায়ের বুকে
অভিজিত বড়ুয়া বিভু

ঝুমুর ঝুমুর ঝুম
ভেঙে গেল ঘুম
সোনা নূপুর ছন্দে
সূর্য দিল চুম।
মাঠে মাঠে
রাশি রাশি
সোনা ধানের
হাসা হাসি
স্বপ্ন সুখে মায়ের বুকে
ফসল তোলার ধুম।

শীত এসেছে
আবু তালহা রায়হান

শীত এসেছে গাঁয়ে
খোকাখুকির পায়ে
শীত এসেছে মাঠে
শিশির ভেজা ঘাটে
শীত এসেছে বনে
সূর্যি রাঙা ক্ষণে
শীত এসেছে ঘাসে
নদীর পারের কাশে
শীত এসেছে ধানে
খাল বিল সবখানে
শীত এসেছে চরে
পাড়ার ঘরে ঘরে।

শীতের বাংলাদেশ
মোরশেদ কমল

নবান্নরই দিন পেরিয়ে
শীতের আমেজ এলো
নীল কুয়াশার চাদর পরে
প্রকৃতি রূপ পেল।

হিম কুয়াশার ফাঁকে ফাঁকে
সূর্য লুকোচুরি
পানকৌড়ির ডুব সাঁতারে
নাইতো কোনো জুড়ি।

খেজুর গাছে রসের হাঁড়ি ,
পিঠা-পুলির ঘ্রাণ-
যায় না ভোলা শীতের কাছে
হাজার অবদান।
শীতের সকাল রূপের রঙে
সাজায় পরিবেশ
সর্ষে ফুলের হাসি আমার
শীতের বাংলাদেশ।

আকাশের ঐ চাঁদ
মোরশেদুল আলম

দিনের শেষে সন্ধ্যা নামে
ক্লান্ত পাখির ঝাঁক,
ডাহুক ডাকে কাশবনে
মাঠে শেয়ালের হাঁক।

হঠাৎ দেখি দূর আকাশে
নিযুত তারার মেলা,
আঁধার কেটে আনবে ডেকে
ভাসবে আলোর ভেলা।

ডাকবে কত ঝিঁঝিঁ পোকা
আজ জোনাকির বান,
ঘাসের ডগায় আলোর ঝিলিক
শিশির ভেজা ধান।

অদূর হতে মধুর বাজে
নদীর কলতান,
ধরায় যেন রব উঠেছে
স্রষ্টার জয়গান।

আকাশজুড়ে কিরণমালা
নেই কোনো তার খাদ,
এমন উদার হও যেন
আকাশের ঐ চাঁদ।

শীতের বুড়ি
রাকিবুল হাসান রাকিব

কোথায় যাচ্ছ শীতের বুড়ি?
এত সকাল তাড়াতাড়ি!
ওহ্! বলো না আর-
যে শীত পড়ছে আবার!
একটু খড়ের আগুন জ্বালাতে;
গায়ে ক্ষণিক উষ্ণতা পাবে।
চারদিকে যে কুয়াশা দেখি,
রোদ উঠতে অনেক বাকি
আগে শীত থেকে বাঁচি!
গায়ে চাদর ও শীতের জামা পড়ি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ নভেম্বের ২০২০/এমএম


Array