প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গতকাল শুক্রবার গেল নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন। বেঁচে থাকলে এইদিনে এই কথার জাদুকর ৭২ বছরে পা দিতেন।ক্যান্সার ক্ষণজন্মা এ কথাসাহিত্যিকের জীবন কেড়ে নেয় ২০১২ সালে। হুমায়ূন আহমেদের জন্মদিনে তাকে নিয়ে স্মৃতিচারণে মুখর আনন্দভূবনের তারকারা। শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন অনেকেই।আর সবার মতো এই কিংবদন্তিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান।
শুক্রবার নিজের ফেসবুক পেজে শাকিব লিখেছেন, ‘শ্রদ্ধেয় স্যার, পাঠবিমুখ জনগোষ্ঠীর মনে বইয়ের প্রতি ভালোবাসা, বই পড়ার প্রতি আগ্রহ জন্মেছে আপনার লেখা বই পড়ে। আপনার সৃষ্ট চরিত্র হিমু, মিছির আলী, বাকের ভাই, শুভ্রসহ অসংখ্য চরিত্র অমর হয়ে থাকবে। গল্পকার-উপন্যাসিক পরিচয় ছাপিয়ে নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আপনি নন্দিত। শিল্প-সংস্কৃতির যেখানে স্পর্শ করেছেন সেখানেই সাফল্য পেয়েছেন। তাই কোনোকিছু দিয়ে আপনাকে মূল্যায়ন করা সম্ভব নয়। স্যার, আপনি সবকিছুর ঊর্ধ্বে।’
এরপর শাকিব খান লেখেন, ‘শারীরিকভাবে আপনি আমাদের মাঝে নেই। তারপরেও কোটি মানুষের মনে আছেন খুব বড় জায়গা জুড়ে। এটাই একজন নন্দিত লেখকের সার্থকতা। আপনি কত বড় লেখক তার প্রমাণ মৃত্যুর পরেও আপনার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। যুগের পর যুগ এভাবেই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে কোটি বাঙালি। আপনাকে কোনোকিছু দিয়ে মূল্যায়ণ করলেও হয়তো কম হয়ে যাবে। যেখানেই আছেন, শান্তিতে থাকুন স্যার। শুভ জন্মদিন।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ নভেম্বের ২০২০/এমএম





