Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। প্রায় ৮দিন চিকিৎসা শেষে বুধবার বাসায় ফেরেন এ তারকা অভিনেতা।জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে অপূর্বকে রিলিজ দেয়া হয়।

অপূর্ব বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এখন অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য ধন্যবাদ। আশা করছি খুব শিগগিরই কাজে ফিরতে পারব।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অপূর্ব। শারীরিক অবস্থা খারাপ হলে তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এরপর গত ৩ নভেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়।

এরপর অপূর্বর কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। প্লাজমা দেয়ার পর শারীরিক অবস্থা মাঝে কিছুটা অবনতি হলেও পরে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২  নভেম্বের ২০২০/এমএম


Array