Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::চলতি সপ্তাহে বিটিভির একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। নাটকের নাম ‘লতিফ সাহেবের ঘর’। কাজী রাশিদুল হক পাশার রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আবুল হায়াত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছর বিটিভিতে এটি আমার দ্বিতীয় কাজ। করোনাভাইরাস আসার আগে একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছিলাম।

তবে এবার আমার কাজ করার ইচ্ছা ছিল না। অনেকটা অনুরোধের কারণেই এতে অভিনয় করেছি। বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং হয়েছে। গল্পপ্রধান নাটকটি দর্শকের ভালো লাগবে বলে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু কিছুদিন বিরতি নিয়েই কাজ করতে চাই। কারণ করোনা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে। তাই পরিস্থিতি অনুযায়ী কাজের সিদ্ধান্ত নেব।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১  নভেম্বের ২০২০/এমএম

 


Array