Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া শাখা।রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লিটল বাংলাদেশের ‘বাংলাদেশ একাডেমীতে’ এর আয়োজন করা হয়।

ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির আহমেদ পান্না ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুবলীগ পরিবারের সম্মানিত উপদেষ্টা হাসান রেজা খান, হাবিবুর রহমান ভুইয়া, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপস, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী সাদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার, লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা অসীম দাম, অনির্বান সাহা টিটো, রাহিব নুর সহ আরও অনেকে।

এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী পরিবারসহ বহুল আলোচিত সামাজিক সংগঠন আনন্দ মেলার সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি সায়েদুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই চার নেতা মুজিবনগর সরকার গঠনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া এই সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সেই সাথে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯  নভেম্বের ২০২০/এমএম