প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের বিনোদন জগতে আবারও করোনার থাবা। এবার এই অদৃশ্য মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার ‘বড় ছেলে’ খ্যাত তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎনা নিচ্ছেন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
অভিনেতা অপূর্বর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এই পরিচালকের বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন অপূর্ব। অভিনেতার চিকিৎসার সার্বিক বিষয় আরিয়ানই দেখাশোনা করছেন।
অপূর্ব-মেহজাবিন অভিনীত ‘বড় ছেলে’ নাটকের নির্মাতা আরিয়ান জানান, ‘পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। সম্প্রতি সেটির রেজাল্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।’
অভিনেতা অপূর্বর জন্য সহকর্মী, ভক্ত-সমর্থক সবার কাছে দোয়া চেয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ নভেম্বের ২০২০/এমএম





