রাজবাড়ী থেকে সিনান আহম্মেদ শুভ :: রাজবাড়ী কোর্ট হাজতে বৃহষ্পতিবার দুপুরে আলামীন মন্ডল (৩২) নামে এক আসামী নিজের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আলামীন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের আজিজ মন্ডলের ছেলে। আলামীন দুটি অস্ত্র মামলাসহ মোট তিনটি মামলার আসামী জানা যায়, সকালে কোর্টে মামলার হজিরা দিতে আলামিন কে আনা হয়।কোর্টে হাজিরা শেষে আবার কোর্ট হাজতে তাকে রাখা হয়।
জেলখানায় ফেরত পাঠানোর জন্য তাকে ডাকে হলে আলামীনের কোন সারা পাওয়া যায় না। পরে পুলিশ ভেতরে গিয়ে দেখে টয়লেটের ভেতর নিজের লুঙ্গি ছিড়ে আত্মহত্যা করেছে।রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আলামীনের আজ কোর্টে একটি মামলার হাজিরার জন্য জেলখানা থেকে কোর্ট হাজতে আনা হয়। কোর্টে হাজিরা দিয়ে তাকে আবার কোর্ট হাজতে অন্য আসামীদের সাথে রাখা হয়।
দুপুরে আবার জেলখানায় পাঠানোর জন্য নাম ধরে ডাকা হলে সে আসে না। পরে ভেতরে গিয়ে দেখা যায় নিজের লুঙ্গি ছিড়ে বার্থরুমের ভেতর গলায় ফাঁস নিয়েছে। এজন্য একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ অক্টোবর ২০২০/এমএম






