প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। বিশেষ করে মানুষের জীবনযাপন। এ থেকে রেহাই পাননি অভিনয় তারকারাও। অনেকে শুটিং শুরু করলেও কেউ কেউ এখনও বন্ধ করে রেখেছেন।
তাদের একজন চিত্রনায়িকা চম্পা। গত মার্চ থেকে সব ধরনের কাজ করা থেকে বিরত আছেন এ অভিনেত্রী। মাঝে মধ্যে বাসার বাইরে বের হলেও বেশিরভাগ সময় ঘরেই নিজেকে বন্দি করে রেখেছেন। তবে সংসারের কাজ-কর্মে গভীর মনোযোগ দিয়েছেন। নতুন নতুন রান্না শিখছেন এবং সেগুলো নিয়ে ব্যস্ত থাকছেন।
তবে লকডাউন শুরুর পরই দিনের একটি কাজের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন তিনি। সেটি হচ্ছে সেলাই কর্ম। দিনের কোনো না কোনো অংশে তিনি সেলাই নিয়ে ব্যস্ত থাকেন।
এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘আমি যেহেতু ঘর থেকেই বের হই না, তাই সাংসারিক কাজের পাশাপাশি সূচিকর্মও শুরু করেছি। এটি আমার পছন্দের একটি কাজ। করোনা না এলে হয়তো এ কাজটি করার সুযোগ পেতাম না। কারণ অভিনয়েও বেশ ব্যস্ত ছিলাম করোনার আগে। শুনছি করোনার প্রকোপ নাকি আবারও বৃদ্ধি পাচ্ছে। যদি বিষয়টি সত্যি হয়, তাহলে আরও কিছুদিন অভিনয় থেকে দূরে থাকব।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ অক্টোবর ২০২০/এমএম





