Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দুর্নীতির বা অসংগতির যেকোন রিপোর্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সহায়তা করে উল্লেখ করে মানুষের কল্যাণে কাজ করা আহ্বান জানিয়ে সাংবাদিকদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণের চিন্তা করে সাংবাদিকরা কাজ করবেন। আপনাদের রিপোর্ট অনেক সহায়তা করে।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসী, দুর্নীতিবাজ দলের বড় পদের কোনও নেতা হলেও ছাড় দেয়া হচ্ছে না।

বক্তব্যের শুরুতেই স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও সংবাদপত্রের সঙ্গে জাতির পিতার সংশ্লিষ্টতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন, পঁচাত্তর-পরবর্তী সরকারগুলোর।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় আমাদের দেশে ছিল যে যতই দুর্নীতি হোক সেগুলোকে ধামাচাপা দেয়া হতো। আর কথাগুলো কার্পেটের নিচে যেভাবে রেখে দেয়, সেভাবে রাখা হতো। আমাদের সরকার আমরা তা করছি না।

হয়রানিমূলকভাবে যাতে সাংবাদিকদের গ্রেফতার না করা হয়, সেদিকে লক্ষ্য রেখে আইন সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ অক্টোবর ২০২০/এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ