বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের আকাশে আজ সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে।মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ মে)। ১ জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা অফিসের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, আজ রাতে এশার পর তারাবি নামায পড়বেন মুসলমানরা। ভোর রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন। এদিকে সৌদি আরবে আজ সোমবার থেকে রোজা শুরু হয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ৬ মে ২০১৯/ এমএম
Array