প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: একাধিক স্ক্রিনশট দিয়ে ফেসবুকে পোস্ট করে সংগীতশিল্পী পুতুল ক্যাপশনে লিখেছেন– ‘একজন ধর্ষককে চিনে রাখুন…, আমাকে ধর্ষণের কী স্বতঃস্ফূর্ত ইচ্ছা!’
তিনি জানান, আশিকুর রহমান নামে এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। পুতুল বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা তুললে ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিওবার্তা দেন।
পুতুলও তাকে ক্ষমা করে দেন। কিন্তু পরে ওই তরুণ ক্ষমা চাওয়ার ভিডিওটি সরিয়ে ফেলেন। এ বিষয়ে এখন আইনি পরামর্শ নিচ্ছেন এই সংগীতশিল্পী।এই সংগীতশিল্পী জানান, বুধবার থানায় গিয়ে তিনি সাধারণ ডায়েরি করবেন। এর পর মামলা করার কথাও ভাবছেন।
তিনি বলেন, হুমকি পেয়ে, হেনস্তা হয়ে চুপ করে বসে থাকার কারণে এই ধরনের পুরুষদের সাহস বেড়ে গেছে। ফেসবুকে যারা এমন করে থাকেন, তাদের নাম, পরিচয়, অ্যাকাউন্ট লিংকসহ প্রকাশ করে দিতে হবে। এভাবে সচেতনতা বাড়াতে পারলে এ ধরনের অপরাধ কমতে বাধ্য।’
আশিকুর রহমান নামের ওই তরুণ ক্ষমা চাওয়ার পর পুতুল ফেসবুকে লেখেন– ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ অক্টোবর ২০২০/এমএম





