Menu

রাজবাড়ী প্রতিনিধি সিনান আহমেদ শুভ :: জমিজমার সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আব্দুর রব (৩৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।রবিবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে ছয় জন। তারা হলো শরিফুল, মিরাজ ফকির, মোজাফফর মন্ডল ও মানিক ফকিরসহ অজ্ঞাত একজন। এদের সবার বাড়ি একই গ্রামে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্য মানিক ফকীর জানায়, জমিজমা নিয়ে তাদের চাচাতো ভাই সাদ্দাম, জিয়া, আওয়ালদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। তারই জের ধরে আজ সন্ধ্যায় ধারালো অস্ত্র লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আব্দুর রবকে কুপিয়ে মারাত্মক জখম করলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের লাশ ঘরে রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ অক্টোবর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ