Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদনা সহকারী বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার দিনগত রাত ১০টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজহারুল ইসলাম দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে যান তিনি।

আজহারুল ইসলাম স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, সেখানেই তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ অক্টোবর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ