প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রেম তো বহুদিন ধরেই চলছে, কিন্তু বিয়েটা কবে সারবেন কলকাতার জনপ্রিয় লাভবার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জী। করোনাকালেও দুই তারকার ভক্তদের মনে এমন প্রশ্নই উঁকিঝুকি মারছে। সেই প্রশ্নের জেরেই কয়েক দিন ধরে গুঞ্জন, চলতি বছরের ডিসেম্বরেই নাকি লুকিয়ে রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলবেন বনি-কৌশানি।
কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে এমন গুঞ্জনের কথা শুনে অবাক বনে যান অভিনেত্রী কৌশানি। তিনি বলেন, ‘আমি কিন্তু প্রেম, সম্পর্ক বা অন্য কোনো বিষয় নিয়ে কখনোই লুকোছাপা করিনি। তাহলে হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি বিয়ে করব কেন? লকডাউন কাটিয়ে এই তো সবে কাজ শুরু করলাম। এখন নিজেদেরকে সেটল করছি।’
এদিকে টলিউড পাড়ার খবর, আগামী বছর বিয়ে করার কথা রয়েছে বনি ও কৌশানির। এই গুঞ্জনের জবাব দিয়েছেন বনি। তিনি বলেন, ‘রেজিস্ট্রি করার কোনো পরিকল্পনা নেই। করোনার জন্যে তো সব পিছিয়ে গেল! আমাদের বিয়েও আরও এক বছর পিছিয়েছে। ২০২২ সালের আগে আমি বা কৌশানি বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।’
লকডাউনের শুরুর দিকে কৌশানির বাড়িতেই আটকে ছিলেন বনি। টলিউডে তাদের প্রেম কাহিনি জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। খুল্লামখুল্লা প্রেমেই ভরসা রাখেন দুজন। তবে বিয়েটা একটু দেরিতে নিজেদের আরও গুছিয়ে তারপর করতে চান এই জুটি। আপাতত তাদের নজর কেরিয়ারে দিকে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ সেপ্টেম্বর ২০২০/এমএম





