Menu

শ্রমজীবি মানুষদের নিয়ে মাহবুবুল এ খালিদের গান

বাংলানিউজসিএ ডেস্ক :: মে দিবসে শ্রমজীবি মানুষের প্রতি সহমর্মিতা ও নায্য আচরণের আহ্বান ধ্বনিত হয়েছে মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখায়।

মে দিবস উপলক্ষ‌্যে করে ‘শ্রমিকের পাওনাটারে’ শিরোনামে গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। গানটির সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি সলো, আরেকটি ডুয়েট। সলো ভার্সনটি গেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের তরুণ শিল্পী রাফসান মান্নান। আর ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন রাফসান ও ক্ষুদে গানরাজখ্যাত নওশীন তাবাসসুম স্মরণ।

গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানের দুটি ভার্সনই ইউটিউবে পাওয়া যাচ্ছে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, সব মালিকের উচিত শ্রমিকদের ভালোমন্দ দেখা, তার নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা। আবার শ্রমিকদের উচিত তাদের ওপর ন্যস্ত কাজ যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন করা। এই গানে মালিক-শ্রমিক উভয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা একে অপরের প্রতি যত্নবান এবং শ্রদ্ধাশীল থাকেন। এতে উভয়েই লাভবান হবেন। আশা করছি গানটি মে দিবসের যে তাৎপর্য তা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবে।

উল্লেখ্য, মাহবুবুল এ খালিদের লেখা লেখা কবিতা ও গানে পাওয়া যায় মানবপ্রেমের কথা। বিশেষ বিশেষ দিবস, মানুষের সমস্যা, কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনতা, খেলাধুলা সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি বিষয় নিয়ে অসংখ্য গান লিখেছেন তিনি।

শ্রোতাদের জন্য ‘শ্রমিকের পাওনাটারে’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। ‘শ্রমিকের পাওনাটারে’ গানটির ইউটিউব লিংক: https://youtu.be/vxWrawz0wFg

বাংলানিউজসিএ/ঢাকা/২ মে ২০১৯/ইএন