Menu

আবহমান
রফিকুল হক

এখন আমাদের ভীষন দু:সময়,
ভারী দু:সময় আমাদের।
চারিদিকে প্রাকৃতিক অসেন্তোষ।
ভূকম্পন, ভূমিধস আর প্লাবন
ভাঙে শতাব্দী প্রাচীন জনপদ-জনপথ।
নিমেষে বিলীন হয়,
অযূত শ্রমের বিনিময়ে গড়া সভ্যতার ইতিহাস।
বিপন্ন এ বিশ্ব কাঁপে ভারসাম্যহীন ক্ষোভে।
…………….
তবুও মানুষ বেঁচে থাকে নতুনের অন্বেষায়,
সুনন্দ নগর গড়ে স্বপ্নের বাগানে।
আর সভ্যতার নতুন বাকে
জন্ম নেয় প্রজন্ম থেকে প্রজন্ম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৩ সেপ্টেম্বর ২০২০/এমএম


Array