বাংলানিউজসিএ ডেস্ক :: ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মুখরোচক খাবার নিয়ে হোটেল লা মেরিডিয়ানে চলছে ফুড ফেস্টিভ্যাল।
পছন্দের খাবার প্লেটে নিচ্ছেন ভোজনরসিকেরা।
গ্লাসে সাজানো ‘ক্র্যাব ককটেইল’।
চিজ সেকশনে মজাদার সব স্লাইড আলমন্ড, ড্রাইড ম্যাঙ্গো, ড্রাইড পাইনঅ্যাপেল।
কাটা হচ্ছে রোস্টেড লেগ অব ল্যাম্ব।
ব্রিটিশ রেসিপিতে জাপানি খাবার সুশি।
ভোজন রসিকের অপেক্ষায় চিকেন ও বিফ স্লাইডার।
২৫ এপ্রিল শুরু হওয়া এই উৎসব চলবে ৪ মে পর্যন্ত।
বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ এপ্রিল ২০১৯/ এমএম