প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চিকিৎসা হবে আমেরিকায়।সম্প্রতি দেশটি তাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে। বর্তমানে এ অভিনেতা ক্যান্সারের চতুর্থ ধাপে রয়েছেন। যে কোনো মুহূর্তে জীবনাবসানের শঙ্কা রয়েছে তার। ক্যান্সার ধরা পড়ার পরপরই আমেরিকায় চিকিৎসা করার ইচ্ছা পোষণ করেন তিনি।
কিন্তু ১৯৯৩ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার জন্য তার আমেরিকা প্রবেশ নিষিদ্ধ ছিল। অবশেষে সেই ঝামেলা কাটিয়ে দেশটিতে যাওয়ার ভিসা মিলেছে তার। তবে কখন দেশটিতে যাবেন তিনি সেটা এখনও জানাননি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ আগস্ট ২০২০/এমএম
Array





