প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আমাদের দেশে জালিম যারা
ধিক্কার জানাই তাদের
রাখবি মনে এই আগস্টে
মেরেছিলি তোরা কাদের
আগস্টেরই আঁধার রাতে
মারলি কাকে গুলি
দেশ-বিদেশে সবাই মিলে
আজও শুধু জ্বলি
ভাবতে গিয়ে পারছি না যে
মনের কথা লিখতে
আসছে মনে সারাক্ষণে
তোদের শুধু ধিকতে
জানতে হবে কার কারণে
স্বাধীন দেশটা পেলাম
জাতির পিতা মুজিব তুমি
তোমায় হাজার সালাম
জাতির কাছে ছোট্ট একটা
দাবি আমার থাকবে
আমার মতো সারা জীবন
আগস্ট মাসই ভাববে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ আগস্ট ২০২০/এমএম
Array





