প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সবারই কম-বেশি বই পড়ার অভিজ্ঞতা আছে। বই পড়ুয়াদের অনেকেই পছন্দ করেন ছবি তুলতে। এবার সেই শখের ফটোগ্রাফারদের খুঁজছে ই-বুক রবি বইঘর ও এয়ারটেল মাই পকেটবুক। বইয়ের ছবি তুলে কিংবা বইয়ের সঙ্গে সেলফি তুলে জিতে নেয়া যাবে পুরস্কার। ইবিএস উদ্ভাবিত অ্যাপ রবি বইঘর ও এয়ারটেল মাই পকেটবুক শুরু করেছে ‘বইগ্রাফি ক্যাম্পেইন’।
এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শংকর সাওজাল, সারজিনা হোসাইন তৃমা ও মুজিবুর রহমান খান। প্রচারের অংশ হিসেবে ফটোগ্রাফি নিয়ে কথা বলেছেন ফটোগ্রাফার প্রীত রেজা।
আগ্রহী রবি ও এয়ারটেল গ্রাহকরা পছন্দের বইয়ের ছবি তুলে অংশ নিতে পারবেন এই আয়োজনে। একজন সর্বোচ্চ ৩টি ছবি পাঠাতে পারবেন। ছবি পাঠাতে হবে ‘রবি বইঘর’ ফেসবুক পেজের ইনবক্সে। শেষ তারিখ ২৮ আগস্ট।
আয়োজকরা জানান, ছবি নির্বাচন করা হবে দুই ধাপে। প্রথম পর্বে ২০টি ছবি বাছাই করার পর দ্বিতীয় পর্বে লাইক, শেয়ার ও বিচারকদের নম্বরের ভিত্তিতে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন আকর্ষণীয় ফোনসেট ও বই।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ আগস্ট ২০২০/এমএম





