Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অবশেষে ঈদের পর শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২৩ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় একটি নাটকের শুটিং করেছেন তিনি। নাটকের নাম ‘আবার ভালোবাসার সাধ জাগে’। এটি রচনা করেছেন সারওয়ার রেজা জিমি ও পরিচালনা করেছেন তুহিন হোসেন।

নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ নাটকে অভিনয়ের মধ্য নিয়ে আবারও নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এটা সত্যি যে করোনার কারণে ভয়ের মধ্যেই শুটিং করতে হচ্ছে সর্বোচ্চ সচেতনতার মধ্য দিয়ে।

যে ইউনিটেই কাজ করি না কেন প্রত্যেক ইউনিটের এ ব্যাপারে সচেতনতার দিকটি আমি আগেই খোঁজ নেয়ার চেষ্টা করি। এ নাটকের মধ্য দিয়ে ফিরলাম কাজে। নাটকের গল্পটাও চমৎকার। এর আগেও একই পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। নাটকটি নিয়ে আশাবাদী। বড় কোনো সমস্যা না হলে এখন থেকে নিয়মিত কাজ করব।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ আগস্ট ২০২০/এমএম


Array