প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আরিফ নজরুল : ক্ষুধার যন্ত্রণায় মমতাময়ী মা রান্না করতেন স্বপ্নক্ষুধা নিবারণ হলে তিনি ভুলে যেতেন জঠরের দুঃখক্ষুধা শিল্পের মতো চিত্রিত হতো তাঁর মলিন মুখে মা যতন করে রেখে গেলেন স্বপ্ন, সবুজ মাঠ।
বাবা সোনালি স্বপ্ন চাষ করতেন বুকের জমিনেক্ষুধা বিবারণ বৃক্ষ, তৃর্ণ, শাক, সবজি ফসল ‘আমার সন্তান যেনো থাকে দুধে-ভাতে’বেশ তো ভালো আছি ক্ষুধারা আজ নির্বাসনে।
এই শতাব্দির মমতাময়ী মা ষোলকোটি জনতার প্রিয়মুখ বাবার সোনার বাংলা গড়তে ক্ষুধা তাড়ালেন মানুষের হাসি দেখে ভুলে থাকেন দুঃখ-বেদনা, শোক কেউ কী জানতো তাঁর মলিন মুখে হেসে উঠবে বাংলাদেশ।
সবুজের সমারোহে সজ্জিত গ্রামবাংলা জুড়ে গোলাপের সৌরভ পাপড়ি পরানো নিখাদ ভালোবাসার বীজমন্ত্রজয় হোক নন্দিত নেত্রী তোমার জয় হোক জনতার প্রিয় স্বদেশ পিতার রক্ত প্রবাহিত বুকে মানব মানচিত্র।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ আগস্ট ২০২০/এমএম





