Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় সংসদের সংসদীয় ঢাকা-১৮ (উত্তরা) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদ সাজ্জাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বাংলা সিনেমায় ৭০-এর দশকের জনপ্রিয় নায়ক এবং মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও ১৯৭০ সালে মাস্টার্স পাস করেন। তিনি সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন।

প্রায় ৩০ বছর বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে চাকরি করে জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে মাহমুদ সাজ্জাদ ২ সন্তানের (উপল ও অঞ্জন) পিতা ও তেজগাঁও কলেজের শিক্ষক প্রফেসর মমতাজ বেগমের স্বামী।

চলচ্চিত্রে ‘সংসার’, ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, ‘চোখের জলে’, মঞ্চে নাট্যচক্রের হয়ে ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ভদ্দরনোক, ‘চক সার্কেল’, ‘জনক’, ‘হায়েনা’, ‘বিবাহ প্রস্তাব’, বাড়িতে একা’ নাটকসমূহে অভিনয় করেছেন, বাংলাদেশ টেলিভিশনে স্মরণীয় অভিনয় করেছেন ‘নন্দিত নরকে’ ও ‘সকাল সন্ধ্যা’ ধারাবাহিকসহ অসংখ্য নাটকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ আগস্ট ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ