প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন আরজে টুটুল। ১৬ আগস্ট থেকে ‘ইয়োর ভয়েস উইথ টুটুল’ নামে নতুন একটি শো নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি।
শনিবার থেকে বৃহস্পতিবার রেডিওটুডে ৮৯.৬ এফএমে রাত ১০টা থেকে শ্রোতারা এ অনুষ্ঠানটি শুনতে পাবেন।নতুন শো নিয়ে আরজে টুটুল বলেন, ‘আমি দায়বদ্ধতা এবং শ্রোতাদের ভালোবাসা নিয়েই এতদূর এসেছি। সুতরাং নতুন শ্রোতাদের তার প্রতিফলন ঘটবে দারুণভাবেই।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ আগস্ট ২০২০/এমএম
Array





