বাংলানিউজসিএ ডেস্ক :: শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলার পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। তাকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার ইস্টার সানডে উপলক্ষে কয়েকটি চার্চ ও হোটেলে সিরিজ হামলায় দেশটির সরকারি হিসাব মতে ৩৫৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনকে আকট করা হয়েছে। আত্মঘাতী বোমা হামলায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আত্মীয় আট বছর বয়সী জায়ান চৌধুরী নিহত হয়েছে। জায়ান চৌধুরী ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের আত্মীয়। সে তার বাবার সঙ্গে হোটেল কলম্বোতে সকালের নাশতা করার জন্য গিয়েছিল। সেখানে আত্মঘাতী বোমা হামলায় সে নিহত হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহত জায়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে (নাতি)। এ হামলায় ৩৮ জন বিদেশি নিহত হয়েছেন।
এছাড়াও বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জায়ানকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। নিহত জায়ান চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি মেয়ের ঘরের নাতি।
বুধবার দুপুর ১২টা ৪২ মিনিটে শ্রীলংকা থেকে জায়ানের লাশ বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। লাশ দুপুর ১টা ১০ মিনিটে আসার কথা থাকলেও আধাঘণ্টা আগে এসে পৌঁছেছে।
বিমানবন্দরে শিশু জায়ানের লাশ গ্রহণ করেন শেখ সেলিমের স্বজনরা। সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে লাশবাহী গাড়ি বনানীতে শেখ সেলিমের বাসার উদ্দেশে রওনা হয়। জায়ানের লাশের অপেক্ষায় বিমানবন্দর ও বনানীর বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভিড় করেন। এদিন বিকালে বাদ আসর বনানীর চেয়ারম্যান বাড়ী মাঠে জায়ানের জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত গত রোববার শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়েজামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।
বাংলানিউজসিএ/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/ইএন