Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘অবুঝ মন’। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নির্মাতা জানান, একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে তাদের।

কাহিনীর সঙ্গে মিলেমিশে থাকা একটি গানও আছে এতে। গানের শিরোনাম ‘অবুঝ মন’। এটি লিখেছেন জনি হক। গেয়েছেন এপি শুভ ও দৃষ্টি আনাম। গানটির সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি নাটকের আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ। এরই মধ্যে ঢাকার ৩০০ ফিটে নাটকের শুটিং হয়েছে। নাটকটি রাজের সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ হবে বলে জানা গেছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ জুলাই ২০২০/এমএম


Array