বাংলানিউজসিএ ডেস্ক :: প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৩ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় ফারুক কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন।কর্মজীবনে ফারুক কাজী বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদমাধ্যমে কাজ করেছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ জুলাই ২০২০ /এমএম
Array