Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কবি এবং লেখক হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা আছে মারজুক রাসেলের। তবে এখন অভিনয়েও তাকে নিয়মিত দেখা যায়। সেই ধারাবাহিকতায় নতুন একটি খণ্ড নাটকে অভিনয় করছেন তিনি।

এ নাটকে একজন কবি হিসেবেই তাকে দেখা যাবে। নাটকের নাম ‘ভালোবাসা দিগন্তের কাছাকাছি’। আশরাফুজ্জামানের রচনা ও পরিচালনায় আজ থেকে রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে।

নাটকে দেখা যাবে, আদনান হোসেন নামে এ কবি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে গল্প লেখার উপকরণ খুঁজে বেড়ান। ঘটনাক্রমে তার সঙ্গে পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অয়নের।

অয়ন জীবনের সব পরীক্ষায় প্রথম হয়; কিন্তু একটা পরীক্ষায় টেনেটুনেও পাস করতে পারেনি। সেটি হল প্রেমের পরীক্ষা। এ পরীক্ষায় ফেল করতে থাকা ছেলেটির প্রতি কোনো অজানা কারণে লেখক আদনান হোসেন কৌতূহলী হয়ে ওঠেন। আর সেই কৌতূহল মেটাতে গিয়ে তিনি পেয়ে যান, এমন এক ভালোবাসার গল্প যে ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার চেয়ে একটু বেশি।

যে ভালোবাসা একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে যায় দিগন্তের কাছাকাছি। দিন শেষে ছেলেটি আর মেয়েটি যখন মুখোমুখি বসে, আদনান হোসেনের চোখে তখন পৃথিবীর সব ক্লান্তি ভর করে। দু’চোখ ভরা ক্লান্তি নিয়ে আদনান হোসেন লিখে ফেলেন তার জীবনের শ্রেষ্ঠ গল্প। এতে আদনান চরিত্রেই দেখা যাবে মারজুক রাসেলকে। নাটকের অন্য দুটি চরিত্রে দেখা যাবে অ্যালেন শুভ্র ও তাসনুভা তিশাকে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ জুন ২০২০ /এমএম


Array