বাংলানিউজসিএ ডেস্ক :: রিয়েলিটি শো থেকে আসা সঙ্গীতশিল্পী মুহিন এখন সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে পারফর্ম করা বাংলাদেশি গায়িকা অবন্তী সিঁথিও এখন মৌলিক গান করে যাচ্ছেন নিয়মিত।
সম্প্রতি এ দুই সঙ্গীতশিল্পী একটি নতুন গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। ‘তুমি কাছে এসে’ শিরোনামের এ গানটি জুলাইয়ের শেষদিকে প্রকাশ পাবে ‘আইচ সং’ ইউটিউব চ্যানেলে। রাজুব ভৌমিকের লেখা, অনুরূপ আইচের সুরে এ গানের সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে মুহিন বলেন, ‘অবন্তীর সঙ্গে প্রথম ডুয়েট গান হিসেবে বলব, অসাধারণ কাজ হয়েছে। লেখা, সুর ও সঙ্গীত পরিচালনার বেশ সুন্দর সমন্বয় হয়েছে। আমরাও চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে গাইতে।’ অবন্তী সিঁথি বলেন, ‘মুহিনের সঙ্গে প্রথম ডুয়েট গান গাওয়ার সুযোগ করে দেয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা ছিল দাদার সঙ্গে গান করার। সেই ইচ্ছা পূরণ হল। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ জুন ২০২০ /এমএম





