চিত্রনায়ক ফেরদৌস আহমেদ
বাংলানিউজসিএ ডেস্ক :: ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভারত জুড়ে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ইতিমধ্যে ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ ভাঙার অভিযোগে ভারভীয় ভিসা বাতিল হয়েছে এই অভিনেতার। হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক কালো তালিকাভুক্ত। কিন্তু কেন এমনটা হলো ফেরদৌসের সাথে?
১৪ এপ্রিল ঢাকাই সিনেমার এই তারকা শুটিং’র কাজে ভারতে উড়াল দেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাস অবলম্বনে কলকাতায় তৈরি হচ্ছে একটি সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। এই সিনেমার প্রযোজকের দায়িত্বও পালন করছেন এই পরিচালক।
১৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে করণদিঘী থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে ইসলামপুর পর্যন্ত নির্বাচনী প্রচারণায় রোড শো করছেন কলকাতার দুই অভিনয়শিল্পী পায়েল সরকার ও অঙ্কুশকে সঙ্গে নিয়ে। আর এতেই ভারত জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
ভারতের রায়গঞ্জের প্রার্থী কানাইয়ালাল আগারওয়ালের হয়ে ভোট কেন চাইতে গেলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুই বাংলার জনপ্রিয় এই তারকা অবশ্য বলেছেন, ‘আমি প্রযোজকের অনুরোধেই রোড শোতে অংশগ্রহণ করেছি।’
১১ এপ্রিল লোকসভার প্রথম ধাপের নির্বাচন শেষ হয়েছে। রায়গঞ্জে ভোট হবে ১৮ এপ্রিল তাই এই রোড শো নির্বাচনী আচরণবিধি লঙ্গন এবাং মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে করেছে বিজিবি। আর এই অভিযোগ গেছে দিল্লি পর্যন্ত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি নাগরিক ফিরদৌস কীভাবে ভারতে লোকসভা ভোটের প্রচারে অংশ নিলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয়। ইতোমধ্যে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।
কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল ফেরদৌস প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়াল’কে বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। ফেরদৌস আমাকে এ ব্যাপারে কিছুই জানাননি।’
এদিকে বাংলাদেশ হাই কমিশন অবিলম্বে ফিরদৌসকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান থেকে ‘বিজি ০৯৬’ ফ্লাইটে কলকাতার স্থানীয় সময় রাত ৯টায় ফেরদৌস ঢাকার পথে যাত্রা করে পৌনে ১০টার দিতে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌছান ফেরদৌস। এরপর বিমান বন্দরের আনুষঙ্গিক কাজ সেরে তিনি চলে যান।
উল্লেখ্য, নাম ঠিক না হওয়া ‘দত্তা’ উপন্যাস অবলম্বনে সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশে নির্মাণাধীন সিনেমা ‘গাঙচিল’ এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন ফেরদৌস ও পূর্ণিমা। তাই বলা যায়, দিন খুব একটা ভালো যাচ্ছে না ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই তারকার।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ এপ্রিল ২০১৯/এমএম