বাংলানিউজসিএ ডেস্ক :: বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে।রোববার মুম্বাইয়ের বান্দ্রারবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।তবে সুশান্ত সিং আত্মহত্যা করেছেন বলে ধারণা মুম্বাই পুলিশের।
মাত্র কয়েকদিন আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়।ওইঘটনার পর শোকে কাতর হয়ে পড়েন সুশান্ত।সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, এই খবর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করছি।’
ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই সুশান্তের মৃত্যু ঘটল।এদিকে সুশান্তের মৃত্যুর খবরে শোকে মূহ্যমান গোটা বলিউড ও তার অগণিত ভক্তরা।গত সোমবার রাতে মুম্বইয়ের মলাডের একটি বহুতলের নীচ থেকে দিশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেবরিভালির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ জুন ২০২০/এমএম





