Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: গত ৬ এপ্রিল শনিবার স্থানীয় সেজং মাল্টিকালচারাল সেন্টারে ‘বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই)’ সারাদিনব্যাপী আয়োজন করে ‘এডমন্টন বাংলা ফেস্টিভ্যাল ২০১৯ ও বাংলা বর্ষবরণ ১৪২৬’। এ দিনটিকে ঘিরে সেজং কালচারাল সেন্টারে এডমন্টন প্রবাসী বাঙালিদের প্রাণের বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের বর্ষবরণ ও বৈশাখী মেলা

বেলা দ্বিপ্রহরের দিকে বৈশাখী শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর ক্রমান্বয়ে চলে বাচ্চাদের সঙ্গীত পরিবেশনা, নাচ, কবিতা আবৃত্তি, পালাগান, পূঁথিপাঠ ও একক সঙ্গীত। ছায়ানটের আদলে সমবেত সঙ্গীত ও গানের অনুষ্ঠান ‘সুরের আকাশ’ শ্রোতাদের মুগ্ধ করে। কিশোরীদের দলীয় বৈশাখী রক নাচ অনুষ্ঠানে ভিন্নমাত্রা আনে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের বর্ষবরণ ও বৈশাখী মেলা

সন্ধ্যায় আমন্ত্রিত রবীন্দ্রসঙ্গীত ও স্বাধীনবাংলা বেতারকেন্দ্র শিল্পী কাদেরী কিবরিয়ার গান বিদগ্ধ শ্রোতাদের বিমোহিত করে রাখে অনেকক্ষণ। গান শেষে জীবন্ত কিংবদন্তী এই শিল্পীর সাথে সেলফি তোলার হিরিক পড়ে যায়। এরপর চলচ্চিত্র জগতের আরেক লিজেন্ড খান আতার কন্যা বিশিষ্ট কণ্ঠশিল্পী রুমানা ইসলামের গান শ্রোতাদের মাতিয়ে রাখে গভীর রাত অব্দি।

বাংলানিউজসিএ/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/ইনএন