Menu

 

বাংলানিউজসিএ ডেস্ক :: ওষুধ প্রশাসন অধিদপ্তরের জেনারেল ছয়টি ওষুধ সংস্থাকে সম্ভাব্য কোভিড-১৯ ড্রাগ ‘রেমডেসিভিয়ার’ উত্পাদন করার অনুমতি দিয়েছে। সংস্থাগুলি হলেন- বেক্সিমকো, বেকন, এসকেয়েফ (এসকে-এফ), ইনসেপ্টা, স্কোয়ার এবং স্বাস্থ্যসেবা।

সহকারী পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ওষুধ প্রশাসন দেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে অনুমতি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এসকে-এফ এবং বেক্সিমকো এই মাসের মধ্যে কাঁচামাল আমদানির পরে উত্পাদন শুরু করতে যাচ্ছে।

তবে কখন ওষুধগুলো হাসপাতালগুলোতে প্রেরণ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। সিদ্ধান্তটি ওষুধের পরীক্ষার পরে আসবে।মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে কোভিড-১৯ রোগীর উপর রেমডেসিভির ব্যবহার করা হচ্ছে। সারস এবং ইবোলা ভাইরাসের বিরুদ্ধে ভালভাবে কাজ করার ইতিহাস রয়েছে।

Source: https://tbsnews.net/bangladesh/health/govt-permits-6-companies-produce-covid-19-drug-remdesivir-76744

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৫ মে ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ