বাংলানিউজসিএ ডেস্ক :: ধরনীর বুকে যা কিছু মহান
শ্রদ্ধাভরে যেভাবে স্মরি
ঘৃণাভরেও স্মরি তাদের ঘৃণার যোগ্য যারা৷
যে যা করবে এই ধরণীতে
রয়ে যাবে তার স্মৃতি
আজো মোরা জানি ঘৃণাভরে ওই মিরজাফরের নামটি।
বেছে নাও তুমি
কী হতে চাও ভবিষ্যতের কাছে?
সিরাজউদ্ধৌলা নাকি মীরজাফর?
সবই তোমার হাতে।
ইচ্ছের দ্বারাই রবী ঠাকুর হয়েছেন আজ বিশ্বকবি
কিংবা নজরুল বিদ্রোহী।
ইচ্ছে দ্বারাই হয়ে যাবো আমি পিয়েরে কুরি
কিংবা লাল বাহাদুর শাস্ত্রী।
ইচ্ছার দ্বারাই হবো শরৎ,
এ যুগের নজরুল।
ইচ্ছেদ্বারাই হয়ে যাবো আমি অমৃতপুরে মশগুল।
ইচ্ছেই আমাকে মহান বানাবে
ইচ্ছেই তব সব কিছু।
ইচ্ছের দ্বারাই হয়ে যাবো আমি
বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু।
ইচ্ছেই মোদের প্রধান শক্তি
ইচ্ছেকে করি পূজা।
ইচ্ছের দ্বারাই পেতে পারি মোরা
শত জনমের অমরত্বের ক্ষুধা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ মে ২০২০/এমএম





