Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আগামী ১৫ জুলাই’র মধ্যে বাংলাদেশ থেকে করোনাভাইরাস পুরোপুরি বিলীন হয়ে যাবে বলে দাবি সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর গবেষকদের।তবে গবেষকদের এ দাবি বাস্তবে কতটা কার্যকর হবে তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেননা, প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এদিকে করোনা প্রতিরোধে গৃহবন্দী থাকার আহ্বান জানানো হলেও অধিকাংশ মানুষ তা থাকছে না। চলমান লকডাউনের ভেতরও মানুষ সামাজিক দূরত্ব মানছে না বা ভাঙতে বাধ্য হচ্ছে।

সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সার মডেল দিয়ে ১৩১টি দেশের করোনা প্রাদুর্ভাবে কখন শেষ হবে তা পর্যবেক্ষণ করেছে। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য, সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় গড়াতে পারে। সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে। করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম।

গবেষকদের ধারণা, ২৯ মে’র মধ্যে বিশ্ব থেকে করোনাভাইরাস ৯৭ শতাংশ দূর হবে এবং পুরোপুরি ভাবে বিলীন হবে এই বছরের ৮ ডিসেম্বরের মধ্যে।গতকাল রবিবার এসইউটিডি’র ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনাবিষয়ক এই তথ্য তুলে ধরে।এছাড়া এসইউটিডির পূর্বাভাসে বলা হয়েছে, ভারতে করোনার সংক্রমণ ২১ মে’র মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে। যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে এবং ইতালিতে ৭ মে’র মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ।

এদিকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লাখ । এতে মারা গেছে ২ লাখের বেশি মানুষ।বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪১৬ জন, মারা গেছে ১৪৫ জন এবং সুস্থ হয়েছে ১২২ জন।গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ