Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা লাঘব করতে গণমাধ্যম হিসেবে পাশে আছে যমুনা টেলিভিশন। সবশেষ তথ্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে যমুনা টেলিভিশন চালু করেছে ‘করোনা আপডেট’।প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা, রাত ৮টা থেকে ৯টা ও রাত ১২টা থেকে ১টায় প্রচারিত হচ্ছে এই বিশেষ বুলেটিন। খবরের পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শও মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বুলেটিনগুলোতে।

এমনই আরেকটি প্রয়াস হচ্ছে যমুনার ‘করোনা সেল’, যেখানে সংযুক্ত থাকেন দেশের খ্যাতনামা ডাক্তাররা। প্রতিদিন বিকাল ৩.৩০ মিনিট থেকে যমুনার পর্দায় ও ফেসবুকে দর্শকদের নানা জিজ্ঞাসার জবাব দেন তারা।সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সচেতন করতে সপ্তাহে ৩দিন রাত ৯টায় #CORONA নামে বিশেষ ফেসবুক লাইভ করছে যমুনা ডিজিটাল।

এছাড়া, করোনায় ‘কী করবেন’ আর ‘কী করবেন না’ এমন বহু কন্টেন্টে সাজানো থাকছে যমুনা টেলিভিশনের স্ক্রিন। আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে করোনা পরিস্থিতি। আর এই যাত্রায় আপনার পাশে আছে যমুনা পরিবার।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ এপ্রিল ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ