বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে ও হোম কোয়ারেন্টিনে থাকা ঘরবন্দী শিল্পমনা মানুষকে মানসিকভাবে সচল রাখার জন্য এক শিল্প প্রদর্শনীর আয়োজন করছে বেগম আর্ট।আজ রোববার (২৯ মার্চ) বেগম আর্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বেগম আর্টের পরিচালক শায়লা সিমি জানান, সারাদেশ থেকে যে কোনো বয়সের শিল্পী এ প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবেন। প্রদর্শনীতে নির্বাচিত সেরা শিল্পীকে ২০ হাজার টাকার সম্মানী দেওয়া হবে।
এতে উল্লেখ করা হয়, অনলাইনভিত্তিক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করতে বেগম আর্টের ফেসবুক পেজে (https://www.facebook.com/thebegumart) ৮ এপ্রিলের মধ্যে নিজেদের শিল্পজকর্মের ছবি পাঠাতে হবে। তবে তার জন্য পেজটি লাইক দিয়ে শিল্পকর্মের ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে কাজের শিরোনাম, মাধ্যম, কাজের মাপ ও ফরম্যাট উল্লেখ করতে হবে।আগামী পয়লা বৈশাখে দর্শকদের পছন্দ ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রদর্শনীর সেরা শিল্পীর নাম ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে সুফি শিল্পী ও কবি রনি আহম্মেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী বিচারকের দায়িত্ব পালন করবেন। বেগম আর্ট এ আয়োজন আজানগাছি সুফি মুফতি সাহেবকে উৎসর্গ করছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ৩১ মার্চ ২০২০ /এমএম





