Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বলিউড অভিনেতা সালমান খানের ভাইপো আবদুল্লাহ খান মারা গেছেন।সোমবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৩৮ বছর।সম্প্রতি ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ধিরুবাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি হন আবদুল্লাহ।পরে খবর পেয়ে ভাইপোকে লীলাবতী হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। এর পর সেখানেই মৃত্যু হয় আবদুল্লাহর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ। প্রথমে রটে যায় করোনার জেরেই মৃত্যু হয়েছে তার।তবে ভাইজানের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরেই ফুসফুসের সমস্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সমস্যা ছিল। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ। অবশেষে মৃত্যু হয় তার।

ভাইপোর মৃত্যুতে শোকাহত সালমানও। ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং তার একটি পুরনো ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘সবসময় তোমাকে ভালোবেসে যাব।’বডি বিল্ডিংয়ের শখ ছিল আবদুল্লাহর। সালমানের ‘বিইয়িং হিউম্যান’ সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩১ মার্চ ২০২০ /এমএম


Array