Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। ইদানীং নিয়মিত গানে দেখা না গেলেও মাঝেমধ্যে নতুন গান নিয়ে ঠিকই হাজির হন তিনি। অন্যদিকে এ প্রজন্মের সঙ্গীতশিল্পী, সুরকার ইউসুফ আহমেদ খান।

সম্প্রতি নতুন একটি গানের সুর করেছেন তিনি। গানের শিরোনাম ‘এতো বড় হোসনে খোকা’। এ গানটিই গেয়েছেন সৈয়দ আবদুল হাদী। গানটি মূলত ২০ জুন বাবা দিবস উপলক্ষ করে নির্মিত হচ্ছে। প্রকাশ হবে দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘অসাধারণ একটি গীতিকবিতা। জীবনকে কতটা গভীরভাবে উপলব্ধি করলে একজন গীতিকবি এভাবে লিখতে পারেন! আমাদের সঙ্গীতাঙ্গনে এ প্রজন্মে যারা ভালো করছেন তাদের মধ্যে অন্যতম একজন ইউসুফ। সে তার মতো করেই একটি সুর করেছে। আমাকে সচরাচর আমার ভক্ত-শ্রোতা যে ধরনের গানে পেয়ে থাকেন তার চেয়ে একটু ব্যতিক্রমধর্মী গান হয়েছে এটি। আমি সবসময়ের মতোই ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’

ইউসুফ আহমেদ খান বলেন, ‘সৈয়দ আবদুল হাদী স্যার আমার কাজে বিশ্বাস রেখে আমার সুর করা গান গেয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি এ দেশের সঙ্গীতাঙ্গনের মহীরূহ। আমি চেয়েছি যাতে আমার জীবন খাতায় সুরের খেলায় যেন হাদী স্যারের নামটি থাকে। সেই চেষ্টার ফসলই হল এ গান। তিনি কণ্ঠ দিয়েছেন মন উজাড় করে। আমি ভীষণ তৃপ্ত। পাশাপাশি কৃতজ্ঞ শাখাওয়াত হোসেন মারুফ ভাই ও এ ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার প্রিয় ধ্রুব গুহ দাদার প্রতি, এ গানটি সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতার হাত নিয়ে পাশে থাকার জন্য। শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানা গেছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ মার্চ ২০২০ /এমএম


Array