Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: তৃণমূল পর্যায়ের আট নারী উদ্যোক্তাকে ‘অদম্য নারী পুরস্কার’ দিয়েছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমাদ এবং সেনা পরিবার কল্যাণ সমিতি ও প্রয়াস-এর পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ মার্চ ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ