বাংলানিউজসিএ ডেস্ক :: বিয়ের পর এবারই প্রথম নিককে নিয়ে হোলি খেলায় মেতে উঠলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।জানা গেছে, হোলি উৎসবের বাকি আরও দুদিন। তার আগেই শুক্রবার ঈশা আম্বানি এবং আনন্দ পিরামলের বাড়িতে হোলি পার্টির আয়োজন করা হয়।আর সেই পার্টিতেই আমন্ত্রিত ছিলেন প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস। পার্টিতে এসেছিল প্রিয়াংকার পুরো পরিবার।
বন্ধু ঈশা আম্বানির হোলি পার্টিতে যোগ দিতে আগেই নিককে নিয়ে দেশে আসেন এ অভিনেত্রী। এদিন পার্টিতে বিশেষ হোলির পোশাকে সেজেছিলেন প্রিয়াংকা-নিক। হোলি খেলার সঙ্গে সঙ্গে বলিউডের গানে জমিয়ে নাচতেও দেখা গেছে তাদের।
ঈশা আম্বানির হোলি পার্টিতে প্রিয়াংকা-নিক ছাড়াও আমন্ত্রিত ছিলেন বলিউডের বহু সেলিব্রেটি। পার্টিতে দেখা গেছে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলসহ আরও অনেক তারকাকেই।হোলির ছবি নিক জোনাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিক জোনাস লিখেছেন, ‘আমার প্রথম হোলি। খুব আনন্দ করলাম। অসাধারণ একটা দেশ, ভারত আমার সেকেন্ড হোম।’
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ মার্চ ২০২০ /এমএম





