Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বিয়ের জন্য হিসাব কষে একটি ভালো দিনক্ষণ বেছে নিয়েছেন নাটকের প্রিয়মুখ মুমতাহিনা টয়া। লিপইয়ারে (চার বছর পর আসা ফেব্রুয়ারির ২৯ তারিখ) প্রেমিক অভিনেতা শাওনকে বিয়ে করলেন এ সুদর্শনী।টয়া-শাওন হঠাৎ করেই এই দিনের বিয়ের সিদ্ধান্ত নেন। তাই খুব বেশি আয়োজন ছিল না বিয়েতে। কেবল দুই পরিবারের ঘনিষ্ঠজন ও কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়ে এই আয়োজন সম্পন্ন করা হয়।২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুরের ডিওএইচএসের একটি রেস্টুরেন্টে তারকা জুটির বিয়ের আয়োজন হয়।এর আগে বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসব হয়। সেখানে উপস্থিত ছিলেন– সাফা কবির, সিয়াম ও তার পত্নী অবন্তী, শাওনের বন্ধু, টয়ার বন্ধু ও পরিবারের সদস্যরা।

টয়া ও শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। এর পরে তারা ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নিতে যান। সেখানে তাদের বন্ধুত্ব পোক্ত হয়। ধীরে ধীরে তারা একে অপরের জীবনে জড়িয়ে যান ঘনিষ্ঠভাবে। পরে এক ছাদের নিচে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।২০১৯ সালের শেষ দিকে বিয়েতে পরিবারের সদস্যদের অনুমতিও নিয়ে নেন টয়া ও শাওন। বাকি ছিল শুধু ঘোষণা দেয়ার।

নতুন বছরে শাওনের জন্মদিন উপলক্ষে একটি ‘চমকের’ আয়োজন করেন টয়া। কিন্তু সেই চমকেই নতুন চমক যোগ করে শাওন টয়াকে বিয়ের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন সবার সামনে।২৮ জানুয়ারি শাওনের জন্মদিনে টয়ার সঙ্গে তার বাগদান হয়। টয়া জানান, লিপইয়ারের দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই দিনে বিয়ে করেছেন তারা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ মার্চ ২০২০ /এমএম


Array