Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: চ্যানেল আইয়ের নিয়মিত আলোচনাবিষয়ক অনুষ্ঠান ‘৩০০০ সেকেন্ড’।শাহরিয়ার নাজিম জয়ের গ্রন্থনা ও উপস্থাপনায় এরই মধ্যে অনুষ্ঠানটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছে। প্রতি শুক্রবার অনুষ্ঠানটি প্রচার হয়।অনুষ্ঠানের একটি পর্বে সম্প্রতি সিনেমাবিষয়ক আলোচনা নিয়ে উপস্থিত ছিলেন সময়ের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। একই অনুষ্ঠানে তাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক কাজী হায়াৎ, মালেক আফসারী ও রায়হান রাফি।

এ অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে অনন্ত বলেন, ‘অনুষ্ঠানটির কনসেপ্ট আমার কাছে ভালো লেগেছে। জয়ের অন্য অনুষ্ঠানে আগেও গিয়েছি। সিনেমাবিষয়ক বেশকিছু আলাপ হয়েছে এ অনুষ্ঠানে। আশা করি দর্শকের ভালো লাগবে।’বর্ষা বলেন, ‘আমরা মূলত এ অনুষ্ঠানে ঢাকাই সিনেমার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বিভিন্নজনের মন্তব্যে উঠে এসেছে সিনেমার অবস্থা এখন ভালো নেই। এ সমস্যা থেকে কীভাবে বের হওয়া যায় সেসবই আলোচনা হয়েছে।’

এদিকে আজ মিসেস মিলেনিয়াম (বাংলাদেশ) নামে একটি সুন্দরী প্রতিযোগিতার অতিথি বিচারক হিসেবে গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন অনন্ত ও বর্ষা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজনটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায়। সুমিকো ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।এদিকে নিজেদের প্রযোজিত নতুন ছবি ‘দিন : দ্য ডে’ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এ তারকা দম্পতি। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ছবি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন অনন্ত। ছবিটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মোস্তফা অতাশ জমজম।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array