Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রতিবারের মতো এবারও অমর একুশে বইমেলায় জনপ্রিয় কার্টুনিস্ট কাওছার মাহমুদের নতুন বই প্রকাশিত হয়েছে।এবারের মেলায় তার নতুন দুই বই প্রকাশিত হয়েছে। বই দুটি হলো – ‘প্রবাদের সঙ্গে কৌতুক ফ্রি!’ ও ‘তিন পকেট হাসি’।

‘প্রবাদের সঙ্গে কৌতুক ফ্রি’! বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। বইটিতে কৌতুক চিত্রের সঙ্গে স্থান পেয়েছে আধুনিক প্রবাদ বাক্য। বইটির মূল্য ২০০ টাকা।‘তিন পকেট হাসি’ বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইটির মূল্য ১৮০ টাকা।বইমেলা ছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

উল্লেখ্য, কাওছার মাহমুদ নিয়মিত কার্টুন বা ব্যাঙ্গচিত্র আঁকেন দেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায়। সামাজিক অসঙ্গতি নিয়ে ব্যাঙ্গচিত্র এবং কৌতুক কার্টুন তার বইয়ের মূল উপজীব্য বিষয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array