বাংলানিউজসিএ ডেস্ক :: বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।’বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হলেন বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল।
নবনির্বাচিত কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নুরুল আবছার।এছাড়া ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হলেন বাংলাদেশ বেতারের উপ পরিচালক মো. সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন সহকারী পরিচালক মোঃ আবু নাছের, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হলেন জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতির একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার।
উক্ত নির্বাচনে বিসিএস তথ্য ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত উপ-মহাপরিচালক থেকে সহকারী পরিচালক পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরব উপস্থিতি ছিল।উল্লেখ্য ‘বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি ২০২০ /এমএম