বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাভিশনে নাটক ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’ প্রচার হবে আজ দুপুর ২টা ১০ মিনিটে। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তাহসান, মারিয়া নূর প্রমুখ।
কাছে আসার অসমাপ্ত গল্প-২
কাছে আসার অসমাপ্ত গল্প ২-এর ৩টি নাটক প্রচার হবে আজ রাত ৮টায়। দর্শকদের পাঠানো গল্প থেকে সেরা ৩টি গল্প নিয়ে পৃথকভাবে তিন নির্মাতা নুহাশ হুমায়ূন, অনম বিশ্বাস ও তানভীর আহসান পরিচালনা করেছেন নাটকগুলো।
অবুঝ দিনের গল্প-২
চ্যানেল আইয়ের বিশেষ টেলিছবি ‘অবুঝ দিনের গল্প-২’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিহাব শাহিন। অপূর্ব ও তানজিন তিশা অভিনীত নাটকটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
মাটির ব্যাংকে ভালোবাসা
বাংলাভিশনে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মাটির ব্যাংকে ভালোবাসা’। সাগর জাহানের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, স্নিগ্ধা মোমেন প্রমুখ।
ফানিমুন
ভালোবাসা দিবস উপলক্ষে আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ফানিমুন’। গোলাম সারওয়ার অনিকের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বিরসহ অনেকে।
মি অ্যান্ড ইউ:দ্য লাস্ট চ্যাপ্টার
দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে ‘মি অ্যান্ড ইউ:দ্য লাস্ট চ্যাপ্টার’। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, জিয়াউল হক পলাশ প্রমুখ।
প্রথম ভালোবাসা
আজ বিকেল ৪টায় বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘প্রথম ভালোবাসা’। তালহা সাচ্চুর গল্প, সেতু আরিফের রচনা ও হাসিব খানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবিরসহ অনেকে।
ফিরে এসো রুবি
বাংলাভিশনে আজ রাত ১১টায় প্রচার হবে একক নাটক ‘ফিরে এসো রুবি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন প্রমুখ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





