বাংলানিউজসিএ ডেস্ক :: পুনর্গঠিত সেন্সর বোর্ডের আবারও সদস্য হলেন চিত্রনায়িকা, প্রযোজক, পরিচালক অরুনা বিশ্বাস।৬ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্য পদে এক বছরের জন্য পুনঃনিয়োগ পান তিনি। চলতি বছরও একই দায়িত্ব পালন করেছেন তিনি। এ প্রসঙ্গে অরুনা বলেন, ‘অবশ্যই বিষয়টি আমার জন্য অনেক সম্মানের এবং গর্বের। কারণ আমি মনে করি চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ।
সেই দর্পণে দর্শক কী দেখবেন তা নিশ্চিত করার নেপথ্য একজন মানুষ হিসেবে আমি কাজ করব আবারও। বিগত এক বছর আমি আমার কাজে সর্বোচ্চ সচেতন ও নীতিতে সৎ থেকে কাজ করার চেষ্টা করেছি। আগামী এক বছরও আমি তাই করব। দেশ গঠনে সিনেমা যেন সবসময়ই সহায়ক ভূমিকা পালন করে সে বিষয়টি মাথায় রেখেই সিনেমার সেন্সর করার চেষ্টা থাকবে আমার, আমাদের সবার।’
এদিকে দীপ্ত টিভিতে গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রচারচলতি ধারাবাহিক ‘ভালোবাসার আলো আঁধার’ নাটকে নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। এছাড়াও তিনি প্রায় শেষ করেছেন এম রহিম পরিচালিত সিনেমা ‘শান’ ছবির কাজ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





