Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রবাসের মেঘ-জ্যোৎস্না গ্রন্থটি জমির হোসেনের প্রথম গ্রন্থ। ২৬টি প্রবন্ধ-নিবন্ধ স্মৃতিচারণমূলক লেখা এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থের লেখাগুলি জীবনের বিচিত্র অনুভব অনুভুতিকে আবদ্দ করেছে মোড়কে। প্রবাস জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি বেদনা; সুখ-দুঃখ মাতৃভূমির প্রতি অপার ভালবাসা এই বইয়ের প্রধান বিষয়। বইটির প্রথম লেখা প্রবাসে ঈদ।

প্রবাসের ঈদ আনন্দের হয় না বিশেষত ইউরোপিয় দেশ ইতালিতে। সপ্তাহের অন্যান্য দিনের মতো কাটে ঈদের দিনটিও। তখন দেশের তথা বাংলাদেশের বিচিত্র বর্ণিল ঈদের কথা মনে পড়ে। এবার নিজ দেশের জন্য মায়ায় হৃদয় সিক্ত হয়ে ওঠে। কষ্টের পাহাড় জমে মনে, লেখক জমির হোসেন বাংলাদেশ ও ইতালির জীবন পর্যবেক্ষণ করেছেন নিবিড়ভাবে। রাজনীতি মানুষের মৌলিক অধিকার।

এই অধিকার চর্চা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক সমাজে পালিত হয়ে থাকে। ব্যতিক্রম প্রবাসে বাঙালির ভেতর। তারা রাজনীতির চর্চার বদলে দলাদলি মারামারিতে লিপ্ত হয়। ফলশ্রুতিতে গণতন্ত্রের সুফল পাওয়া যায় না। ইতালিতেও আওয়ামী লীগ ও বিএনপি কাদা ছোঁড়াছোঁড়িতে লিপ্ত থাকে। এতে প্রবাসে আমাদের মান সমান ক্ষুণ্ন হয়। মাকে বেশি মনে পড়ে প্রবন্ধে লেখকের ভেতর কষ্টের কান্নার এক হাহাকার তৈরি হয়।

মাকে ছাড়া ষোল বছর কাটছে একা। মনে পড়ে মায়ের আদর স্নেহ ভালবাসার কথা। প্রবাস জীবন যেন মায়ের ভালবাসার সঙ্গে জন্ম-জন্মান্তরের এক দেয়াল। এই দেয়াল অনতিক্রম্য। প্রবাসের জীবন একাকিত্বের জীবন। মাতৃ বিয়োগ সেই একাকিত্তকে আরও প্রকট করে তোলে।

খাদ্যে ভেজাল বন্ধ করতেই হবে এ গ্রন্থের বিশেষ একটি প্রবন্ধ। পাশ্চ্যাতে খাদ্যে ভেজাল নেই অথচ প্রাচ্যে এটি একটি মারাত্মক সমস্যা। আমাদের দেশে বিভিন্ন প্রচার প্রচারণা করেও ভেজালমুক্ত করা যাচ্ছে না। এ জন্য জনসচেতনতা একটি বিশেষ দিক। আপামর জনগণকে সচেতন করা গেলেই এ সমস্যা থেকে তথা বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। ইতালি শিল্প-সস্কৃতিতে এক অনন্য দেশ।

এই দেশের সর্বত্র বিভিন্ন ভাষ্কর্য, মুর‌্যাল, নান্দনিক স্থাপনা, প্রাচীন স্থাপনার সংরক্ষণ, বহুমাত্রিকতা একে আলাদা করে তুলেছে। অজস্র সুন্দর প্রাচীন নগর, প্রোতাশ্রয় এই দেশটিকে বিশিষ্টতা দান করেছে তেমনই এক নগর ভেনিস। এই নগরীর প্রধান বৈশিষ্ট জলপথ। নৌকাই যেনো এখানের বাহন। ভূমির পরিমানের চেয়ে জলভাগের পরিমান বেশি। রাতে আলোবিলমল ভেনিসকে মনে হয় সমুদ্রে ভেসে চলেছে এক নগর এখনকার কাঁচ শিল্প পৃথিবী বিখ্যাত।

‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’ পাঠ করে পাঠক প্রবাসের সুখ দুঃখের আস্বাদ গ্রহন করতে পারবেন। প্রবাস যেমন আনন্দের তেমনি কষ্টেরও বটে। সুখপাঠ্য এই বইটি ২০২০ বইমেলায় প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন । প্রচ্ছদ এঁকেছেন রাজিব দত্ত। ৯৬ পৃষ্ঠার এ বইয়ের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

বাংলানিউজসিএ/ঢাকা/০৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array