Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।মঙ্গলবার নিজের ওয়ালে ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেউ বলেছিলেন ছবিটি ‘অ্যাডজাস্ট’ করতে। ভাই আমি অ্যাডজাস্ট করি না।’

শুরুতে ‘রইস’ ছবির অভিনেত্রীর পোস্ট করা এই ছবি দেখে চমকে ওঠেন তার ৫৪ লাখ ফলোয়ার। কিন্তু ছবির ক্যাপশন দেখে অনেকেই খুশি হয়েছেন।প্রথম ঝলকে ছবিটি দেখে মনে হবে নায়িকা বুঝি শুয়ে রয়েছেন। কিন্তু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে, মাহিরা দাঁড়িয়ে রয়েছেন। বরং ছবিটিই এমন ভাবে রয়েছে মনে হচ্ছে তিনি শুয়ে রয়েছেন‌।

পাক অভিনেত্রীর এই ছবিতে প্রায় দুই লাখ লাইক পড়েছে। অভিনেত্রীর প্রশংসা করে শত শত কমেন্ট জমা পড়েছে।একজন লেখেন, ‘মজাদার ক্যাপশন।’আরেকজন লেখেন, ‘হবেন না (অ্যাডজাস্ট)। আপনি যেমন, তাতেই সুন্দর।’অন্যজন লেখেন, ‘আপনার অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই।’আরেক ফলোয়ার লিখেছেন, ‘এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আপনি শুয়ে রয়েছেন।’

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ জানুয়ারি ২০২০ /এমএম


Array